নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ বর্ধমানের কালনা গেটের কপিবাগান এলাকায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এই সংঘর্ষে নিরাপত্তার দায়িত্বে থাকা এক জন জওয়ানের মাথা ফাটলো। আবার মন্তেশ্বরের তুল্ল্যা গ্রামে বুথ থেকে বিজেপির এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগকে ঘিরে তুমুল অশান্তি হয়।
জানা গিয়েছে, বিকেলবেলার দিকে দিলীপ ঘোষ একটি বুথে গোলমালের খবর পেয়ে সেখানে যাওয়ার সময় তাঁর গাড়িতে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। এতে গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে গিয়েছে। এছাড়া তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ শুরু করে বলে জানানো হয়েছে। এমনকি তাড়া করারও অভিযোগ উঠেছে। পাশাপাশি ঘটনাস্থলে একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ উঠেছে।
তৃণমূল এই বিষয় জানিয়েছে, ‘‘তাদের এক কর্মীকে বিজেপির লোকেরা মেরে রক্তাক্ত করেছে।’’ এরপরেই তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষুদ্ধ হয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন। তখন ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ শ্লোগানও দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যায়। এই ঘটনায় দিলীপ ঘোষ পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। কিন্তু তৃণমূল তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবী করে।
নির্বাচন শুরুর পর থেকেই বর্ধমান-দুর্গাপুর লোকসভার নানা জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। যত বেলা গড়িয়েছে, ততই একের পর এক গন্ডগোলের খবর প্রকাশ্যে এসেছে। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের অভিযোগ যে, ‘‘যেখানেই দিলীপ ঘোষ যান, সেখানেই উত্তেজনা ছড়ায়। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। তবে তারা কর্ণপাত করেনি।’’