নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘাতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ১১০ কেজি ওজনের বৃহদাকার একটি কই ভোলা। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। আজ মাছটিকে দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে তোলা হলে ২৫ হাজার টাকা দাম ওঠে। তবে এর আগেও ১৭৫ কেজি ওজনের বিশালাকার কই ভোলা জালে উঠেছিল।
মৎস্য ব্যবসায়ীরা জানান, ‘‘এটি গভীর সমুদ্রের মাছ হওয়ায় খুব কম পরিমাণে মৎস্যজীবীদের জালে ওঠে। আর মাছটি বাংলাদেশে রপ্তানী করা হবে। বাঙালীরা এই মাছের বিশেষ ভক্ত হলেও বাংলাদেশে এই মাছের চাহিদা ও দাম প্রচুর হওয়ায় দামের নিরিখে সেখান থেকে বেশী মুনাফা আসে বলে ওপার বাংলাতে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
মৎস্যজীবীদের দাবী, ‘‘একটি ট্রলার এক বার মাছ শিকার করে ফিরে এলে যে বিপুল পরিমাণ খরচ হয়, অন্য মাছ বিক্রি করেই ওই খরচ তুলতে হচ্ছে। কিন্তু জ্বালানী তেল সহ আনুসঙ্গিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই ট্রলারগুলি ব্যাপক ক্ষতি হচ্ছে। সেখানে এই ধরণের বিশালাকার মাছ জালে পড়লে কিছুটা হলেও ক্ষতির পরিমাণ কমে।
Sponsored Ads
Display Your Ads Here