নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের বেলডাঙা থানার মাঝপাড়ায় একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলাকালীন হঠাৎ করে হুড়মুড়িয়ে পড়া ছাদ চাপা পড়ে মৃত্যু হলো ১ জন নির্মাণ শ্রমিকের। মৃতের নাম মমিন শেখ।
স্থানীয় সূত্রে খবর, ছাদের পিলার ভেঙে পড়ার প্রবল শব্দে প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু অনেক চেষ্টা করেও মমিন শেখকে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার করা যায়নি। অবশেষে মাটি কাটার যন্ত্র নিয়ে এসে উদ্ধার করে দ্রুত স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বেলডাঙা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকের মৃতদেহ স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।