অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ প্রায় ১টা নাগাদ কলকাতার কেষ্টপুরের রবীন্দ্রপল্লী এলাকার খাবারের দোকান আগুন লাগামাত্র আশপাশ বিকট শব্দে কেঁপে ওঠে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন প্রায় ৮ জন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের শব্দে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়তেই চারপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এরপর শীঘ্র দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দমকলের দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় প্রথমে দমকল কর্মীদের কিছুটা বেগ পেতে হয়।
আগুন লাগল কিভাবে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে আগুন পুরোপুরি আয়ত্তে আসলে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। যদিও প্রাথমিক ভাবে ধারণা যে, খাবারের দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফাটতেই পাশে থাকা আরো বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
বিধাননগর থানার পুলিশের ডিসি ঐশ্বর্য সাগর ঘটনাস্থলে পুরো বিষয়টির তদারকি করেন। পাশাপাশি এই অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।