নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ শিশুপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার কেন্দ্রীয় সরকার পরিচালিত জওহর নবোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলকুমার সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। প্রধান শিক্ষক ও ধৃত শিক্ষিকার বাড়ি থেকে পাঁচ জন শিশুকন্যাকে উদ্ধার করা হয়।
বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয় থেকে থেকে শিশুপাচার কাণ্ডের তদন্ত শুরু করতে আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের পাঁচ সদস্যের এক তদন্তকারী দল বাঁকুড়ায় পৌঁছেছে। তদন্তকারী দলের মধ্যে দু’জন মহিলা আছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রথমে সিআইডির অফিসাররা বাঁকুড়ার সদর থানার আইসির সাথে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। এরপর এই ঘটনায় আদালতের নির্দেশে পাঁচ দিনের জন্য পুলিশী হেফাজতে থাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলকুমা রাজোরিয়া, বিদ্যালয়ের শিক্ষিকা সুষমা শর্মার স্বামী সতীশ ঠাকুর এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের চায়ের দোকানদার স্বপন দত্তকে জিজ্ঞাসাবাদ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বপনই শিশু পাচারের মধ্যস্থতাকারী ছিলেন। সুষমাকেও এই মামলায় গ্রেপ্তার করে জেল হেফাজতে রাখা হয়েছে। শনিবার কমলকুমা রাজোরিয়া, সতীশ ঠাকুর ও স্বপন দত্তের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু শনিবার সিআইডি ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাতে পারে। এছাড়া সিআইডির তদন্তকারী দলটি তদন্তের প্রয়োজনে নবোদয় বিদ্যালয়ে যেতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here