চিকিত্‍সার গাফলতির অভিযোগে মৃত্যু হলো ১ কিশোরের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ দুই বন্ধু মিলে মুর্শিদাবাদের লালবাগে ঘুরতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুতে চিকিত্‍সার গাফলতির অভিযোগ উঠলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কর্মরত চিকিত্‍সকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর মুর্শিদাবাদের নবগ্রাম থানার ইটাসরান গ্রামের বাসিন্দা। গতকাল সকালে দুই কিশোর চলমান গাড়ি করে লালবাগে ঘুরতে যাওয়ার সময় আচমকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনার জেরে দুই কিশোর গুরুতর আহত হয়। এরপর স্থানীয়দের তত্‍পরতায় দুই কিশোরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিত্‍সার গাফলতিতে মিনারুল শেখ নামে এক কিশোরের মৃত্যু হয়।


মৃতের বাবা সমিরুদ্দিন শেখের অভিযোগ, “আহতদের কোনো রকম চিকিত্‍সা না করে ফেলে রাখা হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অপর এক কিশোর হাসপাতালে চিকিত্‍সাধীন থাকলেও ঠিক মতো চিকিত্‍সা পরিষেবা দেওয়া হচ্ছে না”। ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে।


বহরমপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনার জেরে মৃত মিনারুলের পরিবারের সদস্যরা কর্মরত চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করেছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30