নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দুর্নীতির অভিযোগে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) প্রাক্তন জেনারেল ম্যানেজার সহ একুশ জন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই তালিকায় এক জন প্রাক্তন জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও জোরহাট, গুয়াহাটি, শিবসাগর সহ বিভিন্ন জায়গার চিফ অ্যাকাউন্টস অফিসাররা রয়েছেন।
তদন্তকারী সংস্থার অভিযোগ, ‘‘এক জন ঠিকাদারকে অপটিক্যাল ফাইবারের কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই ঠিকাদার নিজের কাজ ঠিক ভাবে না করে বিভিন্ন অছিলায় সংস্থার কাছে অতিরিক্ত টাকা নিয়েছেন। আর অসমে কর্মরত ওই অভিযুক্ত আধিকারিকরা এই কাজে যুক্ত ছিলেন।
ফলে বিএসএনএলের প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এফআইআরে অভিযুক্ত আধিকারিকরা বাদে এক জন ঠিকাদারের নাম উল্লেখ রয়েছে যিনি বিসিএনএলের সাথে সরাসরি যুক্ত নন।” এফআইআর দায়েরের পর গতকাল সিবিআই অসম, ওড়িশা, বিহার, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে অভিযুক্তদের অফিস এবং বাসস্থান সহ পঁচিশটি স্থানে তল্লাশি চালিয়েছে।