নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ এবার ওড়িশার জঙ্গলে কালো রঙের অত্যন্ত বিরল চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছে। বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্ব ভাগের এই রাজ্য জুড়ে বাঘসুমারি চলাকালীন এই চিতাবাঘটি ক্যামেরায় ধরা পড়েছে। বাঘ রয়েছে এমন জঙ্গলগুলিতে ক্যামেরা লাগানো হয়েছিল।
মুখ্য বন ও বন্যপ্রাণ সংরক্ষক (পিসিসিএফ) সুশান্ত নন্দ নিজের এক্স হ্যান্ডলে বিরল এই কালোরঙা চিতাবাঘটির ছবি শেয়ার করে লিখেছেন, “বর্তমান রাজ্যে বাঘসুমারি চলছে। জঙ্গলে লাগানো একটি ক্যামেরায় এই বিরল চিতাবাঘ ধরা দিয়েছে। এই সুমারিতে আরো অনেক কিছু আকর্ষণীয় অজানা বন্যপ্রাণের ছবিও প্রকাশ্যে আসতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু এই চিতাবাঘটির ছবি কোন জঙ্গলে ধরা পড়েছে তা ওই প্রাণীটির নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি। গত অক্টোবর মাস থেকে ওড়িশা সরকার বাঘসুমারি শুরু করেছে। ময়ূরভঞ্জের সিমলিপাল বাঘ সংরক্ষণ কেন্দ্র এবং কেন্দুঝাড়ে এই সুমারির কাজ চালানো হচ্ছে। এর আগেও সিমলিপাল জাতীয় উদ্যানে কালো রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা পড়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here