নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বলরামপুরে এক সদ্যোজাতকে মিছিমিছি মৃত বলে ঘোষণা করে স্থানীয় কাউন্সিলরকে বিক্রির অভিযোগ উঠলো ২ জন চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, গতকাল পুষ্পা নামে এক জন মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে বলরামপুরের একটি হাসপাতালে ভর্তি হন। দুপুরবেলা সিজার করে একটি শিশুর জন্ম দেন। কিন্তু পুষ্পার অভিযোগ, ‘‘সে অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরার সাথে সাথে শিশুকে দেখতে চাইলে চিকিৎসক আক্রম জামাল ও হাফিজুল রহমান দুঃখপ্রকাশ করে জানান, ‘‘অনেক চেষ্টা সত্ত্বেও সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি।’’
তবে পুষ্পার দাবী, ‘‘সন্তান বেঁচে আছে।’’ এরপর সে স্বামী জয়রামকে বলার পর জয়রাম থানায় অভিযোগ দায়ের করেন যে, আক্রম জামাল এবং হাফিজুল রহমান নামে দুই জন চিকিৎসক তাদের শিশুকে স্থানীয় কাউন্সিলর নিসারকে বিক্রি করে দিয়েছেন। তারপর পুলিশ অভিযোগের ভিত্তিতে হাসপাতালে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন।
কিন্তু ওই দুই জন চিকিৎসকের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় আক্রম জামাল ও হাফিজুল রহমানকে গ্রেফতার করেন। পাশাপাশি নিসারের বাড়িতে হানা দিয়ে শিশুটিকে পাওয়া যায়। এদিকে নিসারকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, নিসার নেপালে চলে গিয়েছেন। অন্যদিকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।