নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের এক বিজেপি কর্মী প্রতিবেশী এক জন মহিলার চরিত্র নিয়ে কু-মন্তব্য করার পাশাপাশি শারীরিক নিগ্রহ করার জেরে স্থানীয় প্রশাসন শাস্তি দিতে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন নিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের বুলডোজার বিচার আগেও ঘটেছে।
আবাসিকরা নয়ডার ওই বিজেপি কর্মী শ্রীকান্ত ত্যাগীর বিরুদ্ধে আবাসনের ভিতরে বেআইনী দখল ও নির্মাণের অভিযোগ এনেছিলেন। তা নিয়ে আবাসিকদের সাথে বচসা চলাকালীন এক জন মহিলাকে হেনস্থা করায় নারী হেনস্থার অভিযোগে শ্রীকান্তের বিরুদ্ধে এফআইআর করা হয়। পরে নয়ডার পুলিশ গ্যাংস্টার আইনেও অভিযোগ দায়ের করেন।
শ্রীকান্তবাবু নয়ডার গ্র্যান্ড ওমাক্সে অ্যাসোসিয়েশন অব অ্যাপার্টমেন্টের বাসিন্দা। এই ঘটনায় অপরাধের শাস্তি হিসেবে অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালানোয় বিরোধীদের প্রশ্ন, তাহলে উন্নাও, হাথরস বা গোরক্ষপুরে একের পর এক ধর্ষণ ও নারী-বিরোধী অপরাধের ঘটনায় দোষীরা ছাড় পেল কেন? হাথরসের ঘটনায় পুলিশের ধর্ষিতার পরিবারকে চোখ রাঙানোর অভিযোগ উঠেছিল।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে যোগী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সমর্থকদের পাশাপাশি বিরোধী শিবিরেও তাঁর নাম ‘বুলডোজারওয়ালা’ হয়ে যায়। যেখানে সমর্থকরা বুলডোজারকে ‘দুষ্টের দমন’ হিসেবে প্রচার করতে শুরু করেন সেখানে বিরোধীদের পাল্টা দাবী ছিল যে সরকার নিজের অপছন্দের তালিকা খাটো করতেও বুলডোজার ব্যবহার করছে।