রায়া দাসঃ কলকাতাঃ এবার গ্রুপ সিহ ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ‘দাগি’ নয় এমন প্রার্থীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, নির্দেশ দিল কোর্টের। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন, যাঁরা ‘দাগি’ নন, তাঁদের বয়েসে ছাড়ের বিষয়টি আটকাতে পারে না স্কুল সার্ভিস কমিশন। আগামী নিয়োগে তাঁদের বয়সে ছাড় দিতে হবে। এ দিন, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, দাগিদের জন্যই এই সব কর্মীরা চাকরি পাননি এমনটা হতেই পারে। সেই কারণে, দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কারা-কারা দাগি নন, তাঁদের লিস্ট বের করারও নির্দেশ দেন বিচারপতি।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ নেন এই মামলাকারীরা। এরা সকলেই অশিক্ষক কর্মী। তবে এরা কেউ পরীক্ষায় পাশ করেননি। পরে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে গোটা প্রক্রিয়া বাতিল হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ‘দাগি’ না হলে তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। দিতে হবে বয়েসে ছাড়। এমনকী ছাড় দিতে হবে বিশেষ ক্ষেত্রেও। গ্রুপ ডি ও ক্লার্কদের জন্য এই সুবিধা দিয়েছিল কোর্ট। তবে কমিশন এই বয়সের ছাড়ের সুযোগ দিচ্ছিল না বলে অভিযোগ। সেই কারণেই হাইকোর্টে যান মামলাকারীরা।

আজ ছিল মামলার শুনানি। বিচারপতি অমৃতা সিনহা এদিন ফের কমিশনকে বলেন,”আপনারা কেন দাগিদের চিহ্নিত করছেন না? এতে তো বাকিরা বুঝতে পারবে। হয়ত তাঁরা সিলেক্ট হয়ননি, কিন্তু তাঁরা তো জানতে পারবেন যে তাঁরা ‘দাগি’ নন।” আইনজীবী ফিরদৌস শামিম শুনানির সময়ে কোর্টে বলেন, “দাগি নয় এমন প্রার্থীকে বয়েসে ছাড় দিতে হবে। একই সঙ্গে তালিকা প্রকাশ করতে হবে। শীর্ষ আদালতও এমন রায় দিয়েছিল। ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ থেকে বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে। এই মামলাকারীরা যেন বয়সের ছাড়ের সুযোগ পান।” এরপরই বিচারপতি বয়সের ছাড়ের নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Here









