দেশের সরকারী টেলিকম নেটওয়ার্ক ভারত সঞ্চার নিগম লিমিটেড বাজারে এক দারুণ অফার আনল। ‘দিওয়ালি বোনানজা’ নামে এই অফারে বিএসএনএল গ্রাহকরা মাত্র এক টাকায় এক মাসের জন্য় বিএসএনএলের মোবাইল পরিষেবা পাওয়া যাবে। ১৫ ই অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে। আগামী ১৫ ই নভেম্বর অবধি চলবে। এই অফারে উন্নত মেক ইন ইন্ডিয়া ৪জি নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ২ জিবি অবধি হাই-স্পিড ডেটা, প্রতিদিন একশোটি এসএমএস ও বিনামূল্যে সিম কার্ড। এর জন্য কে ওয়াই সি প্রয়োজন।

বিএসএনএলের অধিকর্তা বলেছেন, “সম্প্রতি বিএসএনএল দেশজুড়ে একটি মেক-ইন-ইন্ডিয়া, অত্যাধুনিক 4G মোবাইল নেটওয়ার্ক স্থাপন করেছে। যা আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। দীপাবলি বোনানজা প্ল্যানে ত্রিশ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে।”এরপরও গ্রাহকরা বিএসএনএলের সঙ্গেযুক্ত থাকবেন।

এই পরিষেবা পেতে গ্রাহকদের নিম্নলিখিত সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-
প্রথমে নিকটতম বিএসএনএল গ্রাহক পরিষেবা কেন্দ্রে যেতে হবে। আর বৈধ কেওয়াইসি নথি (যেমন আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি) জমা দিতে হবে। তারপর প্রক্রিয়াটি সম্পূর্ণ করে বিনামূল্যে সিম কার্ড গ্রহণ করতে হবে। এরপরই মোবাইল ফোনে সিম কার্ডটি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। ত্রিশ দিনের জন্য বিনামূল্যে এই পরিষেবা চালু হবে।
Sponsored Ads
Display Your Ads Here
যেকোনো ধরণের সহায়তার জন্য গ্রাহকরা বিএসএনএলের হেল্পলাইন নম্বর 1800-180-1503-এ যোগাযোগ করতে পারেন। অথবা অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in-এ ক্লিক করে তথ্য জানতে পারেন।













