ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের খাইবার পখতুনখোয়া একেবারেই কাবুলিওয়ালাদের দেশ লাগোয়া। মরু জমি মাঝে মধ্য়ে সন্ত্রাসী হানায় উত্তপ্ত হয়। কখনো আবার তালিবান-পাকিস্তানের সেনা সংঘর্ষে উত্তপ্ত হয়। তবে গতকাল গভীর রাতে পাক বায়ুসেনার পর পর বোমা হামলায় খাইবার পখতুনখোয়ার মাত্রে দারা গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপাতত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, পাকিস্তানি বায়ুসেনা খাইবার পখতুনখোয়া এলাকার ওই গ্রামে পরপর আটটি এলএস-৬ বোমা ফেলেছে। যার জেরে মুহূর্তের মধ্যে শিশু, মহিলা সহ ৩০ জন একেবারে জ্বলে পুড়ে গিয়েছে। নেটমাধ্যমেও বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোটা গ্রাম কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আর পুড়ে খাক হয়ে যাওয়া দেহ উদ্ধার হচ্ছে। তবে পাক প্রশাসন এই নিয়ে কোনো মুখ খোলেনি।
বরাবরই খাইবার পখতুনখোয়া তালিবানদের জায়গা। অদূরেই আফগানিস্তান। তাই তাদের পাকিস্তানের ভিতরে আস্তানা গড়তে খাইবার পখতুনখোয়াই সেরা ঠিকানা। সম্প্রতি পাকিস্তানী সেনা এই এলাকায় একাধিকবার সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের একটি রিপোর্টে জানিয়েছিল পাকিস্তানের এই সন্ত্রাস দমন অভিযানের জেরে এখনো অবধি একাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here