মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মহারাষ্ট্রে কাজে গিয়ে উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার এক জন পরিযায়ী শ্রমিক নৃশংসভাবে খুন হলেন। মৃতের নাম আবু বক্কর মণ্ডল। বয়স ৩৩ বছর। বাড়ি বাদুড়িয়ার নারায়ণপুর গ্রামে। পেশায় এক জন রাজমিস্ত্রী। কয়েক বছর আগে কাজের জন্য মহারাষ্ট্রে গিয়েছিল। সেখানে ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় স্ত্রীকে নিয়ে থাকত।
জানা গেছে, গত রবিবার সন্ধ্যার পর থেকে আবু বক্করের কোনো খোঁজ পাওয়া যায়নি। মোবাইলও বন্ধ ছিল। এরপর ওই দিন ও পরের দিন তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া পাওয়া না গেলে আবু বক্করের পরিবার ভাসি থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন। আর গত মঙ্গলবার আবু বক্করের ভাড়া বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার করেন। বস্তার মধ্যে দেহ টুকুরো টুকরো করে ভরা হয়েছিল।
পুলিশ আবু বক্করের পরিবারকে সেই দেহ দেখালে আবু বক্করকে শনাক্ত করেন। এরপর তার কফিনবন্দি দেহ ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে বাদুড়িয়ার বাড়িতে আনা হয়। মৃতদেহ বাড়ি ফিরতেই আবু বক্করের মা-বাবা সহ আত্মীয়-পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। আর পরিযায়ী শ্রমিককে খুন করা হলো কেন? তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও ভাসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত চালাচ্ছেন। সেই সাথে আবু বক্করকে খুনের ঘটনায় তার স্ত্রী ও এক যুবককে গ্রেফতার করেছেন। জানা যাচ্ছে, আবু বক্করের স্ত্রীর সাথে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আর তারাই ষড়যন্ত্র করে এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।