Indian Prime Time
True News only ....

ডিসেম্বরেই আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে দিঘা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ শীত প্রায় এসেই গিয়েছে। আর সামনেই ‘বড়দিন’। এরপরই নতুন বছরকে স্বাগত জানানোর সময়। অতএব স্কুল-কলেজ সব ছুটি থাকায় সকলেই ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়বেন। সুতরাং আসন্ন ডিসেম্বর ও জানুয়ারী মাসে দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুরে পর্যটকদের ভিড় বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

তাই দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং জেলা প্রশাসন এই সব সৈকতে বিশেষ নজর দিচ্ছে। দীর্ঘদিন থেকে ‘হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’ ও বাসিন্দাদের তরফে এই রাস্তা তৈরীর দাবী উঠেছিল। অতএব, মন্দারমণি থেকে দিঘা যাওয়ার ‘মেরিন ড্রাইভ’ (সৈকত সুন্দরী) মেরামত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৭.৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গিয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এই রাস্তা মেরামত করতে বারো কোটি টাকা খরচ হচ্ছে। আর রাস্তাটিও আরো বেশী চওড়া হবে। আড়াই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামোর কাজও প্রায় শেষ। শীতের মধ্যে এই প্রকল্প চালু হবে। উল্লেখ্য যে, যে জায়গা দিয়ে এই রাস্তা গিয়েছে, সেখানে জমি নিয়ে একটা সমস্যা ছিল। সেটা মিটে যাওয়ার পর রাস্তার কাজ শুরু হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored