নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের সুতির কাশিমনগর এলাকায় একটি সিমেন্টের দোকানে গুলি চলার জেরে ১ জন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়। স্থানীয় সূত্রে খবর, কবিরুল শেখ নামে এক জন যুবক ইয়াদ শেখ ওরফে বিশু নামে এক জনের দোকানে গিয়েছিল। এরপর লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াদ শেখের বুকে একটি গুলি লাগে। তারপর দুষ্কৃতীরা বাইকে করে এলাকা ছেড়ে চম্পট দেয়।
এদিকে, স্থানীয়রা ইয়াদকে রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ‘‘কবিরুল এলাকায় জুয়াড়ি হিসাবে পরিচিত। জুয়া খেলাকে কেন্দ্র করেই সম্ভবত দুষ্কৃতীদের সাথে শত্রুতা হয়।’’ আপাতত কোনো দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। তবে তাদের একটি বাইক উদ্ধার করা হয়েছে। যদিও ইতিমধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে। আর কি উদ্দেশ্যে এই খুন তা জানতে তদন্ত চলছে।