অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রোজভ্যালিকাণ্ডের প্রায় পাঁচ বছর পর এবার রোজভ্যালিকাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো। আগামী ৫ ই জুন অর্থাৎ বুধবার ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে।
ইডির একটি সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তে রেশন দুর্নীতিতে গ্রেফতার এক জন অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস পাওয়া গিয়েছে। এই কারণে গতকাল তাঁকে ই-মেলে তলব করা হয়েছে। বর্তমানে ঋতুপর্ণা সেনগুপ্ত আমেরিকায় রয়েছেন। আর এই প্রসঙ্গে জানান, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি।’’
Sponsored Ads
Display Your Ads Here
আর জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দু’একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনোদিন কিছুই হয়নি। সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়! এটা ষড়যন্ত্র করা হচ্ছে।” এর আগে ২০১৯ সালের জুলাই মাসে ইডি ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল। জানা যায়, এক সময় রোজভ্যালি সংস্থা বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তখন ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল। আর পরবর্তী সময় ঋতুপর্ণা সেনগুপ্ত ওই সংস্থার সাথে একটি চুক্তি হয়েছিল। আর কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন। তাই ইডি ওই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁর থেকে তথ্য সংগ্রহ করেছিল। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান সহ তৃণমূলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠ গ্রেফতার হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here