অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ আবার শহরে যান্ত্রিক গোলযোগের জন্য মেট্রো বিভ্রাটের জেরে লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়েছে। তাই অফিস টাইমে নিত্য যাত্রীরাও ভোগান্তির শিকার হয়েছেন। মেট্রো সূত্রে খবর, শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে একটি ট্রেন আটকে পড়ায় ট্রেন ছাড়া সম্ভব হয়নি। এর জেরেই মেট্রোর আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়।
আপাতত দমদম থেকে দক্ষিণেশ্বর ও সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলছে। একই সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্টেশনে স্টেশনে যাত্রীদের উদ্দেশ্যে পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়ে ঘোষণা করা হচ্ছে। আর কোনো যাত্রী যাতে স্মার্টকার্ড পাঞ্চ না করেন, তাও ঘোষণা করে বলা হচ্ছে। এছাড়া যেসব স্টেশন থেকে মেট্রো পাওয়া যাচ্ছে না, বিশেষত সেসব স্টেশন থেকে নতুন টোকেন ইস্যু করা হচ্ছে না বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘শোভাবাজারে একটি রেক খারাপ হয়ে গিয়েছে। ওই রেকে ব্রেকের সমস্যা হতে পারে। কিন্তু সঠিক কারণ জানার জন্য গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন আমাদের কাছে পরিষেবা স্বাভাবিক করাই প্রাথমিক লক্ষ্য। ইতিমধ্যে রেকটিকে শোভাবাজার থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।’’ মেট্রো ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here