অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রীর পারদ ছুঁতে চলেছে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু দু’একটি জায়গায় স্থানীয় ভাবে সামান্য বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আগামীকাল নদীয়া, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী রবিবার অবধি আর কোথাও বৃষ্টি হবে না। তবে সারা সপ্তাহ উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর মঙ্গল এবং বৃহস্পতিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর বৃষ্টি হতে পারে। পরিসংখ্যান অনুসারে, গতকাল বাঁকুড়া (৪০.২ ডিগ্রী সেলসিয়াস), বিষ্ণুপুর (৪০.২ ডিগ্রী সেলসিয়াস) এবং পানাগড়ে (৪০.১ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা সবচেয়ে বেশী ছিল। আর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী বেশী। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রী বেশী ছিল।