অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দমদমের ছাতাকল এলাকার সুধীর শূর কলেজের পিছনের এক বস্তিতে আগুন লাগে। পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই শীঘ্র দমকল বিভাগকে খবর দেওয়া হয়। তবে এলাকাবাসীরা প্রাথমিক ভাবে বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন। এদিকে, দমকল কর্মীরা খবর পাওয়া মাত্রই আপাতত দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে আশপাশের এলাকায় আগুন ছড়াতে শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। এলাকাবাসীদের কথায়, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।” কিন্তু এখনো হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।