নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রবিবার রাত ১টা নাগাদ রাজস্থানের আজমেঢ়ের মাদার রেলস্টেশনের কাছে মালগাড়ির সাথে সবরমতি-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লেগে সবরমতি-আগ্রা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সূত্রের খবর, এই দুর্ঘটনায় সবরমতি-আগ্রা সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিন ও চারটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। এই ঘটনায় বহু মানুষ আহত হলেও এখনো অবধি কারোর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আজমেঢ় স্টেশনে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ঝাড়খণ্ডের জামতাড়ায় আসানসোল ডিভিশনের বিদ্যাসাগর এবং কাশিটার স্টেশনের মাঝে আসানসোল-ঝাঝা লোকাল ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। ওই দু’জন ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে।