Indian Prime Time
True News only ....

১৯ শে এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ ঘোষিত হল লোকসভার নির্ঘণ্ট৷ আর সেই নির্ঘণ্টেই দেখা গেল, রাজ্যে মোট সাত দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। পশ্চিমবঙ্গে ভোট শুরু হবে ২৬ এপ্রিল। আর শেষ দফায় নির্বাচন রয়েছে মে, ভোট গণনা হবে ৪ জুন৷ কড়া নিরাপত্তায় মোড়া থাকবে এ বারের লোকসভা নির্বাচন৷ দেখে নিন এ বারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কবে কবে হচ্ছে ভোট।

তারিখ ঘোষণার পূর্বেই নির্বাচম কমিশনার বলেন, ‘এটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এই দেশের গণতন্ত্রের উৎসব পালিত হবে৷ তবে প্রতিটি নির্বাচনই একটি পরীক্ষা, সেখানে কোনও গলদের স্থান নেই৷’ উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনও হবে এই সময়ে৷ কমিশনার উল্লেখ করেন তিনি, নিজে দেশের ৮০০ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন৷

কমিশনার বলেন, আমাদের দেশে মোট ৯৬.৮ কোটি ভোটার রয়েছেন৷ ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র রয়েছে৷ মোট ৫৫ লক্ষ ইভিএম রয়েছে৷ নির্বাচন কমিশন এখনও ১৭টি লোকসভা নির্বাচন করেছে, এ বার ১৮তম নির্বাচন হতে চলেছে৷ তিনি আরও জানান, কোনও রকম হিংসা ছাড়াই নির্বাচন পরিচালনা করায় বারবার সাফল্য পেয়েছে কমিশন৷ যে খানে হিংসাদীর্ণ ছিল ভোট, সেখানেও হিংসা অনেকটা কমেছে৷ এ বারের নির্বাচনের জন্য শেষ দু’বছর ধরে কাজ করছে কমিশন৷ এ বারের লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন৷

এ বছরের ১০০ বছরের বেশি বয়সের মোট ২ লক্ষ মানুষ ভোট যেমন দেবেন, তেমনই ১৮-১৯ বছরের নতুন ভোটারদের সংখ্যা খুব একটা কম নয়৷ পাশাপাশি, এ বারের ভোটার তালিকায় খুব কাছাকাছি রয়েছে পুরুষ ও মহিলাদের নির্বাচকের সংখ্যা৷ ১৮ থেকে ৩০ বছরের ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে মোট ২১ কোটির কাছাকাছি৷ মহিলা ভোটারের সংখ্যাও বেড়েছে অনেকটা৷ কোনও কোনও রাজ্যে এমনও দেখা গিয়েছে, পুরুষ ভোটারের সংখ্যাথেকেও বেড়ে গিয়েছে মহিলা ভোটারের সংখ্যা৷ যুব ভোটারদের পাশাপাশি, মহিলা ভোটারদের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ প্রথম ভোটারের সংখ্যা ১.৮ কোটি৷

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এবার দেখে নেওয়া যাক বাংলার নির্বাচনের দিনক্ষণ-

প্রথম দফা – ১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

তৃতীয় দফা –  ৭ মে – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ,  জঙ্গিপুর

চতূর্থ দফা – ১৩ মে –  রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বহরমপুর

পঞ্চম দফা – ২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ,

ষষ্ঠ দফা – ২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল

সপ্তম দফা – ১ জুন – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ডহারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম, যাদবপুর, বসিরহাট।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored