নলকূপ শুকিয়ে যাওয়ায় জলসঙ্কটে জেরবার বেঙ্গালুরুবাসী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ জলের ঘাটতি বেঙ্গালুরুতে হাহাকার ছড়িয়ে পড়েছে।। এখানে চোদ্দ হাজার নলকূপ থাকলেও এর মধ্যে ৬ হাজার ৯০০ নলকূপ একেবারে শুকিয়ে গিয়েছে। প্রতিদিন শহরে ২৬০ কোটি লিটার জল লাগে। এর মধ্যে প্রায় ১৫ কোটি লিটার কাবেরী নদী থেকে ও ৬৫ কোটি লিটার জল নলকূপ থেকে আসে। বর্তমানে যা পরিস্থিতি তাতে নলকূপ শুকিয়ে যাওয়ায় প্রতিদিন ৫০ কোটি জলের ঘাটতি হচ্ছে। এর জেরে শহরবাসীকে নাজেহাল হতে হচ্ছে।

এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জল সঙ্কট দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জরুরী ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিদিন জলের চাহিদা মেটানো যায় কিভাবে তার পরিকল্পনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। তবে কাবেরী নদীর উপর যে পাঁচটি প্রকল্প রয়েছে তা চালু হয়ে গেলেই জলের এই সমস্যা দূর হয়ে যাবে। এই প্রকল্প চালু হলেই ১১০টি গ্রাম এই আওতায় আসবে। যেগুলিকে ২০০৬-’০৭ বেঙ্গালুরু পুরসভার সাথে যুক্ত করা হয়েছে।


পাশাপাশি আরো ৩১৩টি এলাকায় ১২০০টি নলকূপ খনন করার পরিকল্পনা শুরু হয়েছে। এছাড়া যেসব হ্রদগুলি শুকিয়ে যাচ্ছে, সেগুলিকেও সংস্কারের কাজ শুরু হয়েছে। যদিও কত দিনে এই জলের সঙ্কট কাটবে, সে বিষয়ে প্রশাসন স্পষ্ট ভাবে কোনো বার্তা দেয়নি।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031