পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার উত্তর কাশীপুর থানার অন্তর্গত জামিরগাছিতে একটি বাইকে মালবোঝাই ডাম্পারের ধাক্কা লেগে মৃত্যু হলো ২ জন মহিলার। আর বাইক চালক যুবকও গুরুতর আহত হয়েছেন। কিন্তু এই দুর্ঘটনার পর থেকেই ডাম্পারের চালক সহ খালাসি পলাতক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রাস্তা তৈরীর কাজ চলাকালীন মালপত্র বহন করার জন্য ডাম্পারের আনাগোনাও চলছিল। আর ঘটনার সময় একটি মালবোঝাই ডাম্পার আসছিল। তখন অন্যদিকে উল্টো দিক থেকে বাইকে করে এক জন যুবক ও দুই জন মহিলা কলকাতার দিকে যাচ্ছিল। এমত পরিস্থিতিতে ডাম্পারটি সরাসরি উল্টোদিক থেকে আসা বাইকে ধাক্কা মারে। ফলে দু’জন মহিলা বাইক থেকে ছিটকে পড়তেই তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর বাইক চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। আর ঘাতক ডাম্পারটিতে ভাঙচুর চালান। পুলিশ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের অভিযোগ, “রাস্তা নির্মাণের কাজের জন্য ইদানীং এলাকায় ডাম্পারের দাপাদাপি বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া গতিতে বড়ো বড়ো ডাম্পার এলাকায় চলাচল করে।”
Sponsored Ads
Display Your Ads Here
তবে পুলিশ কোনোমতে পরিস্থিতি আয়ত্তে এনে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক ডাম্পারের চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও এখনো অবধি ডাম্পারের চালক এবং খালাসি অধরা আছেন।
Sponsored Ads
Display Your Ads Here