নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জামালপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো গৃহশিক্ষকের বিরুদ্ধে। এছাড়া বিষয়টি কাউকে জানালে বিবস্ত্র অবস্থায় ছবি তুলে তা নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম সব্যসাচী মসান ওরফে জন্টি। বাড়ি জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলরডাঙ্গা গ্রামে। তবে সব্যসাচী এই ঘটনার পর থেকেই পলাতক।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ শে ফেব্রুয়ারী সন্ধ্যাবেলা ওই নাবালিকা সব্যসাচীর বাড়িতে পড়তে যায়। এরপর হঠাৎ পড়াতে পড়াতে ঘর থেকে ছাত্রদের চলে যেতে বলেন। ওই সময় শুধু নাবালিকাই ঘরে ছিল। এরপর সে নাবালিকাকে শ্লীলতাহানি করে তার বিবস্ত্র ছবি ফোনে তোলেন। আর ওই নাবালিকা প্রতিবাদ করলে সব্যসাচী হুমকি দিয়ে জানায়, জানাজানি হলে সমস্ত ছবি নেটমাধ্যমে ভাইরাল করে দেবে। এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।
তবে এই ঘটনার পর দিন ওই নাবালিকা বাড়িতে সব জানালে পরদিন পরিবারের তরফে পুলিশের কাছে সব্যসাচীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর ওই নাবালিকাকে গোপন জবানবন্দি পেশের জন্যে বর্ধমান আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করানো হয়। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সব্যসাচীর বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করে তার তল্লাশি চালানো শুরু হয়েছে।