নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স রানাঘাটের আধিকারিকরা রানাঘাট রেল স্টেশনে ৩১৭৪৬ নম্বর ডাউন গেদে-রানাঘাট লোকালের তিন নম্বর বগিতে সার্চ চালানো কালীন দু’জন বাংলাদেশের বাসিন্দাকে গ্রেপ্তার করে।
এরপর ওই ব্যক্তিদের জিনিসপত্র তল্লাশি করার পর আনুমানিক ২২ লক্ষ টাকা মূল্যের তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়। এছাড়া প্রায় ১০.২৩ গ্রাম ওজনের মাদকদ্রব্য উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার। এই ঘটনায় ওই ব্যক্তিরা সোনার বিস্কুটের কোনো সহায়ক নথিপত্র দেখাতে পারেনি।
এমনকি অভিযুক্তরা বন্ধন এক্সপ্রেসের মাধ্যমে আন্তর্জাতিক সীমানা পার হওয়ার সমর্থনে কোনো বৈধ নথি সহ রেল যাত্রার টিকিটও দেখাতে পারেনি। অতঃপর অভিযুক্তদের বাজেয়াপ্ত সামগ্রী কলকাতার কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করার পাশাপাশি এই বিষয়ে বিশদে জানতে যথাযথ তদন্তের ব্যবস্থা করা হয়েছে।