নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে দিনভর তল্লাশি অভিযান চালিয়ে শেষমেশ হেমন্ত সোরেনের বিলাসবহুল বিদেশী গাড়ি বিএমডব্লিউ গাড়ি সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে।
ইডি সূত্রে খবর, হেমন্ত সোরেনকে মোট ন’বার তলব করলেও প্রতিবারই এড়িয়ে গিয়েছেন। গত শনিবার নতুন করে সমন পাঠানো হয়েছিল। প্রথমে ২৭ শে জানুয়ারী থেকে ৩১ শে জানুয়ারীর মধ্যে দিল্লিতে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু প্রত্যুত্তর না পেয়ে পরে ২৯ শে জানুয়ারী বা ৩১ শে জানুয়ারী জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। এদিন সকালবেলা ইডির তল্লাশি অভিযান শুরুর সময় তিনি বাড়িতেই ছিলেন।
দুপুরবেলা ২টো ৪০ মিনিট নাগাদ নিরাপত্তারক্ষীদের সাথে বাড়ির বাইরে বের হয়। তবে হেমন্ত সোরেনের দাবী, ‘‘ইডির তল্লাশিতে কিছুই মেলেনি।’’ প্রসঙ্গত, গত ২০ শে জানুয়ারী ইডি তাঁর রাঁচীর সরকারী বাসভবনে হানা দিয়েছিল। প্রায় সাত ঘণ্টা তল্লাশি চালানোর পর আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) হেমন্ত সোরেনের বয়ান নথিভুক্ত করা হয়। কিন্তু রাঁচীতে ৭.১৬ একর একটি জমির মালিকানার বিষয়ে প্রশ্ন করা হলে হেমন্ত সোরেনের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।
অভিযোগ উঠেছে, ওই জমি সেনার জমি ছিল। কিন্তু বেআইনী ভাবে দখল করা হয়েছে। ফলে বেশ কিছু প্রশ্নের জবাব না পাওয়ায় আবার সমন পাঠানো হবে। সংশ্লিষ্ট জমি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হেমন্ত সোরেন নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়ে জানান, ‘‘বিজেপি নির্বাচিত সরকারকে ফেলে দিতেই ও রাজ্যে অস্থিরতা তৈরী করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে।’’