নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আবারও রাজস্থানের কোটায় জয়েন্ট পরীক্ষা দেওয়ার আগেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে মাত্র ১৮ বছর বয়সী দ্বাদশ শ্রেণীর ১ জন ছাত্রী।
সূত্রের খবর, ওই ছাত্রী কোটাতে থেকেই জয়েন্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এদিন তাকে কোটার বরখেদায় নিজের বাসভবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পার্শবর্তী চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, ঘর থেকে একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘‘ মা-বাবা, আমি JEE পারব না। তাই নিজেকে শেষ করে দিচ্ছি। আমি খুব খারাপ মেয়ে। আমাকে ক্ষমা করো মা-বাবা। এটাই আমার শেষ পথ।’’ অর্থাৎ ওই ছাত্রী পড়াশোনার চাপ সামলাতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছে।