অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল শনিবার কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি হতে পারে। আর রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরী হয়েছে। যা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে এগোতে পারে। এর জেরেই আগামী ৩ রা অক্টোবর অর্থাৎ মঙ্গলবার অবধি রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে।
এদিন হাওড়া, হুগলী, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভাবে কিছু জায়গায় বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। আর হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আগামীকাল হাওড়া, বাঁকুড়া, হুগলী, কলকাতা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে সোমবার মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কালিম্পং, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের আশঙ্কা, ভারী বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পঙে আবারও ধস নামতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতিও তৈরী হতে পারে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে গিয়েছেন, তাদের আজকের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।