নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপ ঘাট-বেথুয়াডহরি রোডে একটি খড়বোঝাই মোটরভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৫ বছর বয়সী ১ জন শিশুর। মৃত শিশুর নাম চন্দন হালদার। বাড়ি অগ্রদ্বীপের গোপীনাথ তলার কাছে।
জানা গিয়েছে, চন্দন ঠাকুমার হাত ধরে একটি শ্রাদ্ধ বাড়ি থেকে ফিরছিল। সে সময় তাকে পিছন থেকে ওই মোটরভ্যানটি ধাক্কা মারে। আর শিশুটির পেটের উপর দিয়ে ওই মোটরভ্যানের চাকা চলে যেতেই দেহ দু’টুকরো হয়ে যায়। অগ্রদ্বীপ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে চন্দনের দেহ কোনোভাবে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
চন্দনকে দাদু অর্জুন হালদার ও পিসি আদুরি হালদার মিলে হাসপাতালে নীয়ে আসেন। এরপর জরুরী বিভাগে ঢোকানো মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে এরমধ্যে ওই মোটরভ্যানের চালক পালিয়ে যায়। তড়িঘড়ি পুলিশ শিশুটিকে কোনওরকমেপাঠায়। এ হেন মর্মান্তিক ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Sponsored Ads
Display Your Ads Here