নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত চকমণ্ডলা গ্রামে সেচ খাল থেকে উদ্ধার হয়েছে স্থানীয় ১ বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম অণিমা মণ্ডল। উদ্ধারের সময় বৃদ্ধার দু’হাত পরনের শাড়ি দিয়ে বাঁধা ছিল। আর গলায় গামছা দিয়ে কলসি বাঁধা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা অণিমা দেবীর দেহ খালের জলে দেখতে পেয়ে রামপুরহাট থানার পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, অণিমা দেবীর ছেলে করুণাসিন্ধু মণ্ডল পেশায় রেশন ডিলার। সম্প্রতি তার ছেলে-বৌমার সাথে মনোমালিন্য চলছিল।
এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর সকালবেলা হতেই এলাকাবাসীরা অণিমা দেবীর দেহ খালের জলে ভাসতে দেখেন। পুলিশের প্রাথমিক অনুমান, অণিমা দেবী পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। কিন্তু মৃত্যুর আগে নিজের দু’হাত বাঁধলেন কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।