নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার পলাশিপাড়ার কুলগাছি গ্রামে ঘরে মুরগী ঢুকে পড়াকে কেন্দ্র করে ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসরাফিল বিশ্বাস ও দাদা জিরাফত বিশ্বাসের পরিবার গ্রামে পাশাপাশি বাড়িতে থাকেন। জিরাফতের কয়েকটি মুরগী রয়েছে। কিন্তু একটি মুরগী ইসরাফিলের বাড়িতে ঢুকে পড়লে সে রাগে মুরগীটিকে মেরে ফেলে ওই মরা মুরগী জিরাফতের বাড়ি দিয়ে আসেন। জিরাফতের ছেলে রুবেল এই ঘটনাটির কারণ জানতে চাইলে বচসা শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আর এই বচসার পরেই ইসরাফিল রুবেলের উপর হামলা চালান। তাকে বাঁচাতে মা মনছুরা বিবি ছুটে এলে তাকেও মারধর করে শ্লীলতাহানি করেন। এমনকি বাড়ি ছাড়া করার পাশাপাশি মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসলে ইসরাফিল পালিয়ে যান। এদিকে রুবেলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।
পরে সেখান থেকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মনছুরা বিবি ইসরাফিল এবং তার স্ত্রী ফুলিচা বিবির নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইসরাফিলকে গ্রেফতার করে তেহট্ট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।