নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ স্বামী পরকীয়ায় জড়িত হওয়ায় মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত কুচগিরিয়া স্কুল মোড় এলাকায় স্বামীকে শ্বাসরোধ করে মেরে যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী। মৃতের নাম আফাজুদ্দিন। বয়স ৫৭ বছর।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে পরিবারে অশান্তি চলছিল। এলাকাবাসীরা এই ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত স্ত্রী সাবেকুর নাহার, মেয়ে গোলাপী বিবি, বীণা বিবি ও জামাই মুজিবর শেখকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। পরে ভগবানগোলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল এসে সাবেকুর, গোলাপী, বীণা এবং মুজিবরকে গ্রেফতার করেন।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, স্বামীকে খুন করতে দুই মেয়ে ও জামাইয়ের সাহায্য নিয়েছিলেন। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই এই অপরাধের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।। কিন্তু এই খুনের নেপথ্যে আরো কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আজ সাবেকুর, গোলাপী, বীণা এবং মুজিবরকে স্বাস্থ্যপরীক্ষার পর লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।