নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ গুরুগ্রামের ১০৪ নম্বর সেক্টরে একটি ফ্ল্যাটে একসঙ্গে অনেকেই থাকতেন। সেখানে এক জন যুবক বন্ধুদের বিরুদ্ধে ফ্ল্যাটের মালিকের কাছে অভিযোগ জানালে বন্ধুদের হাতেই খুন হয় ওই যুবক। হরিয়ানার গুরুগ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম সমীর সাত্তার। বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, বন্ধুরা শৌচকর্ম করে জল না দেওয়ায় সমীর বন্ধুদের কাজে আপত্তি জানিয়েছিল। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় ফ্ল্যাট মালিকের কাছে অভিযোগ জানায়। আর এই অভিযোগ জানানোর অপরাধে বন্ধুরা মিলে ওই যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেন। পিঠেও ছুরি দিয়ে আঘাত করেন।
প্রতিবেশীরা ফ্ল্যাটের মালিককে সমগ্র ঘটনার কথা জানলে সমীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় সফদরজঙ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর পাশাপাশি গত ১ লা এপ্রিল রাজ কুমার ও মনোজ কুমার নামে দুই জন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত রাজ এবং মনোজের সন্ধান শুরু করেছেন।