Indian Prime Time
True News only ....

ভয়ানক তুষারধসে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন পর্যটক

- sponsored -

- sponsored -

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ আজ দুপুর ১২ টা ২০ মিনিট নাগাদ সিকিমের নাথু লা-য় ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় ভয়াবহ তুষারধসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। কিন্তু দু’দিকেই রাস্তা বন্ধ হওয়ায় এক প্রান্তে ৩৫০ জন ও অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে রয়েছেন।

- Sponsored -

- Sponsored -

সূত্রের খবর অনুযায়ী, গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে হঠাৎ ১৫ মাইলে একটি পর্যটক বোঝাই গাড়ির উপর তুষারধস নেমে আসতেই গাড়ির পর্যটকেরা খাদের দিকে ছিটকে যান। গাড়িতে ১৫ জনের মতো পর্যটক ছিলেন। যাদের মধ্যে একাধিক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জন পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

আপাতত আহতদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে সিকিম পুলিশ, পর্যটন দপ্তর সহ সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন খবর পেয়ে উদ্ধারকাজে নেমেছে। আর নাথু লা-কে কেন্দ্র করে অনেকগুলি পর্যটনস্থলে যাওয়া যায়। ফলে এই অঞ্চলে তুষারধস নামায় সামগ্রিক ভাবে সিকিমের পর্যটন বিভাগ চিন্তিত।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored