নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার কটক জেলার আঠাগড়ে গভীর জঙ্গলের মধ্যে একটি গাছ থেকে এক মহিলা ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। মৃত ক্রিকেটার ২২ বছর বয়সী রাজশ্রী সোয়েইন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ ই জানুয়ারী থেকে রাজশ্রী নিখোঁজ ছিল। ক্রিকেট প্রশিক্ষক শিবিরে যোগ দিতে কটকে গিয়ে প্যালেস হোটেলে থাকছিল। কিন্তু ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও দশ দিনের বাছাই পর্বে তাকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে। আর এই নিয়ে রাজশ্রী মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
রাজশ্রীর মায়ের অভিযোগ, ‘‘মেয়ের নিখোঁজ হওয়া সত্ত্বেও ওই ক্রিকেট প্রশিক্ষক শিবিরের আয়োজক কিছু জানাননি। পরিবারের তরফ থেকে যোগাযোগ করা হলে নিখোঁজ হওয়ার কথা জানা যায়। এরপর ১১ ই জানুয়ারী রাতেরবেলা রাজশ্রী হোটেলে ফেরেন বলে আয়োজকরা জানান।’’ এরপরই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন মঙ্গলাবাগ থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করে।
আর ফোনও বন্ধ থাকায় রাজশ্রীর মোবাইল নেটওয়ার্কের শেষ লোকশনের সূত্র ধরে ওই জঙ্গলে তল্লাশি অভিযান চালালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজশ্রী আত্মহত্যা করেছে। কিন্তু এই ঘটনার পেছনে কি কারণ আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।