নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ পাঞ্জাবের হরিয়ানায় আগুনে ঝলসে মৃত্যু হল উত্তর দিনাজপুরের ইসলামপুরের জাকিরবস্তি গ্রামের ৬ জনের। নিহতেরা সকলেই একই পরিবারের বাসিন্দা। এই খবর পেয়ে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, উপার্জনের টানে দুই বছর থেকে ৩৫ বছর বয়সী আফরোজ বেগম ও ৪০ বছর বয়সী মহম্মদ করিম হরিয়ানার পানিপতের বিচপারি গ্রামে খাদি বস্ত্র তৈরী করতেন। সেখানেই চার ছেলে-মেয়ে অর্থাৎ ৫ বছর বয়সী আফরান, ৭ বছর বয়সী আবদুস এবং ১২ বছর বয়সী রেশমা ও ১৭ বছর বয়সী ইশরাত জাহানকে নিয়ে একটি ভাড়াবাড়িতে থাকতেন।
কিন্তু এদিন রান্না করার সময় পরিবারের সকলেই আগুনে পুড়ে মারা যায়। বাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানিয়েছে, ‘‘গ্যাস সিলিন্ডার লিক করেই এই দুর্ঘটনাটি ঘটেছে।’’
নিহত করিমবাবুর বাবা মহম্মদ সুলতান জানান, ‘‘ঘরে অভাবের জন্য বড়ো ছেলে বাইরে গিয়েছিল। ওখানে খাদি কাপড় তৈরী করত। এদিন খবর পেলাম, ছেলে-বৌমা সহ চার নাতি-নাতনি মারা গিয়েছে। কিছু দিন আগে ছোটো ছেলের বিয়েতেও এসেছিল। এই ঘটনা ঘটলো কিভাবে বুঝতে পারছি না।’’