নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলে নরবলি কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে এবার সেখানকার পাথানামথিতা জেলায় তন্ত্রসাধনার নামে শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে শোভনা ওরফে বাসন্তী নামে এক জন মহিলার বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, শোভনা নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দিয়ে নানা রকম তন্ত্রসাধনার কাজ করতেন। সম্প্রতি একটি শিশুকে ওই তন্ত্রসাধনার কাজে লাগিয়েছিলেন। এই ঘটনার ভিডিওতে শিশুটিকে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে।
আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা তার বাড়ি ঘিরে ভাঙচুর চালান। তন্ত্রসাধনার কেন্দ্রও ভেঙে দিয়ে বিক্ষোভ দেখানোর সাথে সাথে গ্রেফতারের দাবী জানানো হয়। দীর্ঘদিন থেকে এলাকাবাসীরা শোভনার তন্ত্রসাধনা নিয়ে আপত্তি জানালেও তাতে কোনো লাভ হয়নি।
পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি পুলিশ সুপার শোভনাকে গ্রেফতারের নির্দেশ দিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, “বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তন্ত্রসাধনায় শিশুদের ব্যবহার অত্যন্ত উদ্বেগের। সমাজের এই প্রথার বিরুদ্ধে সকলে মিলে একসাথে লড়াই করা উচিত। আর এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”