নিউজ ডেস্কঃ চেন্নাইঃ ১৭ বছর বয়সী এক জন ছাত্রের আত্মহত্যার ঘটনার এক মাস পর গ্রেফতার হলেন তারই বিদ্যালয়ের এক জন শিক্ষিকা। অভিযোগ ওঠে যে, ওই ছাত্রের সাথে ওই শিক্ষিকার সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্ক শেষ করে দেওয়ার কারণেই ওই কিশোর আত্মহত্যা করেছে।
প্রায় এক মাস আগে ওই কিশোর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পর আত্মহত্যা করায় মায়ের মনে সন্দেহ হতেই ওই কিশোরের মোবাইল ঘেঁটে ওই শিক্ষিকার সাথে বেশ কিছু ছবি হাতে আসলে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এরপরেই ওই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষিকা তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে আম্বাত্তুরের একটি সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়াতেন। গত তিন বছর ধরে ওই শিক্ষিকা ওই কিশোরকে পড়াতেন। তবে ওই শিক্ষিকা বাগ্দানের পর ওই কিশোরের সাথে সম্পর্ক ভেঙে দেন যা সে মেনে নিতে পারেনি।
শিশুদের যৌন হেনস্থা নিয়ে কাজ করে, এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্যা রেড্ডি পুলিশী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, “এভাবেই লিঙ্গ বিচার না করে নাবালক-নাবালিকাদের যৌন হেনস্থাকারীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত।”