নিজস্ব সংবাদদাতাঃ কেরালাঃ বর্তমানে মানুষ গুগল ম্যাপের উপর অনেকটাই নির্ভরশীল। তাই অজানা অচেনা পথে দিশা দেখাতে বহু মানুষই গুগল ম্যাপের উপর ভরসা করেন। কিন্তু অনেকসময় সেই ম্যাপও ভুল হতে পারে। আর যার নজির দেখা গেল কেরলের পশ্চিম কোট্টায়ামে। অর্থাৎ গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে একটি গাড়ি সোজা খালে গিয়ে পড়েছে।
জানা গেছে, পেশায় চিকিৎসক সোনিয়া নামের এক মহিলা এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়িতে তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়কে নিয়ে বাড়িতে ফিরছিলেন। কিন্তু রাতেরবেলা পথ হারিয়ে ফেলায় ইন্টারনেটে গুগল ম্যাপের সহায়তা নিতেই বিপত্তি ঘটে যায়। হঠাৎ বুঝতে না পেরে গাড়িটি একটি খালে পড়ে যায়।
তবে গাড়িতে আপৎকালীন সঙ্কেত দেওয়ার ব্যবস্থা থাকায় জলে পড়া মাত্র সেই সঙ্কেত জারি করায় এলাকাবাসীরা তৎক্ষণাৎ ছুটে আসেন। কিন্তু জলের টানে গাড়িটি ভেসে যাওয়ায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুঁড়ে যাত্রীদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে গাড়িটি ডুবে যায়।