নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ কেরলের তিরুঅনন্তপুরমে আচমকাই এক জন পুলিশ আধিকারিককে গাড়ি থেকে নামতে দেখেই এক দুষ্কৃতী ব্যাগ থেকে তলোয়ার বের করে ওই পুলিশ আধিকারিকের দিকে এগিয়ে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকবার তলোয়ার চালানোর চেষ্টা করে।
এই ঘটনায় ওই পুলিশ আধিকারিক বিন্দুমাত্র ভয় না পেয়ে খালি হাতেই দুষ্কৃতীর দিকে এগিয়ে গিয়ে সুযোগ বুঝে তার হাত ধরে ফেলেন। কিন্তু ওই দুষ্কৃতী নিজেকে ছাড়ানোর চেষ্টায় পুনরায় তলোয়ার চালানোর চেষ্টা করলে ওই পুলিশ আধিকারিক ওই দুষ্কৃতীকে জাপটে ধরে মাটিতে ফেলে তার হাত থেকে তলোয়ার কেড়ে নেন।
আর ততক্ষণে এলাকার বাসিন্দারা সেখানে জড়ো হয়ে ওই দুষ্কৃতীকে ধরে বেশ কয়েক ঘা মারধর করেন। এরপর পুলিশই ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নিয়ে যান। প্রকাশ্য রাস্তায় এই ভয়ঙ্কর ঘটনা দেখে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ওই দুষ্কৃতীর এমন ঘটনা ঘটানোর কারণ কি তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।