Indian Prime Time
True News only ....

১৬ বছর বয়সেই বিয়ে করতে পারবে মুসলিম মেয়েরা, জানাল হাইকোর্ট

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ আজ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট একটি মামলার প্রেক্ষিতে রায় দিয়েছে যে, ১৬ বছর বয়স পার করলে কোনো মুসলমান মেয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারেন।

সম্প্রতি পাঠানকোটে ২১ বছরের এক যুবক ও ১৬ বছরের একটি মেয়ে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু পরিবার ওই দম্পতিকে আলাদা করতে চাইছে, এই অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিন মামলার শুনানি হলে বিচারপতি যশজিৎ সিংহ বেদী বলেন, ‘‘আবেদনকারীরা শুধুমাত্র নিজেদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন বলে ভারতীয় সংবিধান বর্ণিত মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না। একজন মুসলমান মেয়ের বিয়ে ‘মুসলমান ব্যক্তিগত আইন’ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

স্যার দিনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপলস্‌ অব মহামেডান ল’ বইয়ের ১৯৫ অনুচ্ছেদ অনুসারে, ১৬ বছরের বেশী বয়সী মেয়ে পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারে। আর পাত্রের বয়সও যেহেতু ২১ বছরের বেশী তাই এই বিয়েতে কোনো বাধা থাকতে পারে না।’’ এরপর বিচারপতি পাঠানকোট পুলিশ প্রশাসনকে ওই দম্পতির নিরাপত্তার ভার দেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored