নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনী ভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে আগামী ৮ ই জুন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।
কিন্তু আজ কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা জানান, ‘‘গতকাল সন্ধ্যাবেলা সনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে শরীরে গুরুতর উপসর্গ নেই। আপাতত কংগ্রেস সভানেত্রী নিভৃতবাসে রয়েছেন।’’
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সনিয়া গান্ধী আসন্ন রাজ্যসভা ভোটের জন্য বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন।
এরই মধ্যে সনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনী ভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে ইডির দপ্তরে ডাকা হয়। এর পাশাপাশি এই বিষয় এদিন রাহুল গান্ধীকেও ডাকা হলে রাহুল গান্ধীও ইডির দপ্তরে যাননি।