অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোর রাতেরবেলা কলকাতার চাঁদনি চকে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে চারটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন।
এরপর দমকল কর্মীদের খবর দেওয়া মাত্র দমকল কর্মীরা ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আশপাশের দোকান খালি করে দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো তা সঠিক ভাবে জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here