চয়ন রায়ঃ কলকাতাঃ সম্প্রতি কর্ণাটকের একটি কলেজে ছাত্রীদের হিজাব পরে প্রবেশ করতে নিষেধ করায় বিতর্ক চরমে ওঠে। যার আঁচ গোটা দেশে পড়েছিল। এই নিয়ে আদালতে মামলাও দায়ের করা হয়েছিল। আর এবার ভিন রাজ্যে হিজাব বিতর্কের পর খোদ বাংলার মহানগরের একটি কলেজে পোশাক বিধি নিয়ে বিতর্ক শুরু হলো।
কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোনো কলেজ পড়ুয়া টর্ন জিনস বা ছেঁড়া জিনস পরে কলেজে প্রবেশ করতে পারবে না। কারণ এটি ভদ্র পোশাক নয়। এই নির্দেশের অমান্য করলে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দিয়ে দেওয়া হবে। এমনকি এই একই নির্দেশিকা কলেজের কর্মীদের জন্যও জারি করা হয়েছে।