চয়ন রায়ঃ নদীয়াঃ বাতাসে বহিছে পলাশের ঘ্রাণ, আনন্দ চর্তুদিক। বসন্ত যে এসে গেছে তাই প্রাণবন্ত চারিদিক।
 

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
রঙে রঙে আজ সেজে উঠেছে আকাশ। খুশীরা দিয়েছে ধরা।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
ফাগুন হাওয়ায় মেতেছে প্রাণ। সকলে হয়েছে আত্মহারা।
সুরেলা কোকিল গাহিছে গান কুহু কুহু ডাকে। শিমূল পলাশের আগমনে আনন্দে সবদিক মাতোয়ারা।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
 
আর এই দোল পূর্ণিমাতেই একেবারে শান্তিনিকেতনের আদলে নদীয়ার মাঝদিয়ার আম্রকুঞ্জে বারীন্দ্রীক সংস্কৃতির ধারা মেনে অনুষ্ঠিত হয়ে গেলো বসন্ত উৎসব।
 
 
যেখানে সমস্ত খুদে শিশুরা তাদের নৃত্য-সংগীতের ন্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবকে অারো রঙিন ও বৈচিত্র্যময় করে তুলেছে।
 
 
				
 
				 
								 
															













