চয়ন রায়ঃ নদীয়াঃ বাতাসে বহিছে পলাশের ঘ্রাণ, আনন্দ চর্তুদিক। বসন্ত যে এসে গেছে তাই প্রাণবন্ত চারিদিক।
রঙে রঙে আজ সেজে উঠেছে আকাশ। খুশীরা দিয়েছে ধরা।
ফাগুন হাওয়ায় মেতেছে প্রাণ। সকলে হয়েছে আত্মহারা।
সুরেলা কোকিল গাহিছে গান কুহু কুহু ডাকে। শিমূল পলাশের আগমনে আনন্দে সবদিক মাতোয়ারা।
আর এই দোল পূর্ণিমাতেই একেবারে শান্তিনিকেতনের আদলে নদীয়ার মাঝদিয়ার আম্রকুঞ্জে বারীন্দ্রীক সংস্কৃতির ধারা মেনে অনুষ্ঠিত হয়ে গেলো বসন্ত উৎসব।
যেখানে সমস্ত খুদে শিশুরা তাদের নৃত্য-সংগীতের ন্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবকে অারো রঙিন ও বৈচিত্র্যময় করে তুলেছে।