নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকা ভাইঝির ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল জ্যেঠুর বিরুদ্ধে। গতকাল এই পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত বলরামপুরের লোধা পাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে যে, গতকাল সন্ধ্যাবেলা ওই নাবালিকা ঘরে পড়তে বসেছিল। সেই সময় বাড়ির মধ্যে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের লালশার শিকার করে নিজের ভাইঝিকে ধর্ষণ করে তার উপর শারীরিক নির্যাতন চালায়।
এই ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই পরিবারের সদস্যদের জ্যেঠুর সব কুকীর্তির কথা জানায়। তারপর দ্রুত ওই নাবালিকাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এরপরেই পরিবারের সদসযরা সবং থানায় অভিযোগ জানায়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই আজ নাবালিকার জ্যেঠুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। এর পাশাপাশি এদিনই মেদিনীপুর আদালতে তোলা হয়।