Indian Prime Time
True News only ....

পিতার হাতেই মর্মান্তিক মৃত্যু হলো খুদে শিশুর

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ প্রথম পক্ষের সন্তানকে মেনে নিতে না পারায় সৎ বাবার হাতে খুন হলো সাহিল শেখ নামে চার বছরের এক শিশু সন্তান। এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে হাওড়ার বাঁকড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম সাহিল শেখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহিলের মা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেই কারণে মাঝেরমধ্যে বাঁকরা এলাকায় দিদার বাড়িতে থাকত। কিন্তু ওই শিশুর মা’র দ্বিতীয় পক্ষের স্বামী উমেশ দুবেদী সাহিলকে মেনে নিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি লেগেই থাকত। তবে রবিবার থেকেই সাহিল নিখোঁজ থাকায় তার ছবি দিয়ে ‘সন্ধান চাই’ বলে পোস্টার তৈরী করা হয়।

কিন্তু সেই পোস্টার বিভিন্ন জায়গায় টাঙানোর আগেই সোমবার দুপুর ১২ টা নাগাদ বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের আন্ডারগ্রাউন্ড রিজারভারের জলে সাহিলের নিথর দেহ উদ্ধার হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

হাওড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকার বাসিন্দাদের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে সাহিলকে সৎ বাবা উমেশেরর সঙ্গে দেখতে পায়।

ফলে এই বিষয় উমেশবাবুর দিকে সন্দেহ জোরালো হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে জেরার পরেই পুলিশ অভিযুক্তকে উমেশকে গ্রেপ্তার করে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored