নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রচণ্ড শীতে কাঁপছে সমগ্র রাজধানী। আর এই হাড় কাঁপানো শীতের হাত থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই আগুনের তাপ নেয়। এবার তাপ দিতে গিয়েই দিল্লির শাহদারার সীমাপুরী এলাকায় ভয়ানক বিপদ ঘটে গেল।
জানা গিয়েছে, প্রবল ঠাণ্ডার প্রকোপ থেকে মা তার সন্তানদের রক্ষা করতে ঘরের মধ্যে উনুন জ্বালিয়ে রেখে শুয়ে পড়েছিলেন। কিন্তু আচমকাই সেই উনুনের আঁচে ঘর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। ঘরের ভিতর থেকে হু হু করে ধোঁয়া বের হতে দেখে দ্রুত এলাকাবাসীরা পুলিশের কাছে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘরে ঢোকে। দরজা ভেঙে দেখা গেল উনুনের বিষাক্ত ধোঁয়ায় মা সহ তার পাশে শুয়ে থাকা ফুটফুটে চার সন্তান নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।