অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটতে না কাটতেই আবারও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা দেখতে পাওয়া যাবে। এর জেরে বেশ কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে। শনিবার থেকে সোমবার অবধি বৃষ্টির সম্ভাবনা আছে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। এর জেরে রাতেরবেলার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। এর ফলে সপ্তাহের শেষে শীতও অনেকটাই কমে যেতে পারে।
আজ সকালবেলাও গোটা বঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস ছিল। ও সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রী সেলসিয়াস ছিল।